Pages

Friday 22 June 2012

গার্মেন্ট মালিকদের ধর্মঘট


১৭ জুন থেকে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ঢাকার পাশের আশুলিয়া শিল্পাঞ্চলে তাদের সেক্টরের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। মালিকপক্ষ অভিযোগ করেছে, প্রায় সপ্তাহখানেক ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে যে অশান্ত পরিবেশ বিরাজ করছিল, জ্বালাও-পোড়াও-ভাঙ্গচুর চলছিল, শ্রমিকরা কাজ বন্ধ করে দিচ্ছিল; তারই পাল্টা ব্যবস্থা হিসেবে শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

দিন দশক ধরে আশুলিয়ার অশান্ত পরিস্থিতি সত্ত্বেও কিছু কিছু কারখানায় উৎপাদন কম-বেশি অব্যাহত ছিল। বর্তমানে সবই বন্ধ হয়ে গেছে। এর ফলে তিনশ’র বেশি কারখানার কয়েক লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। বেতন-ভাতা ছাড়া নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। মালিকরাও বিপুল লোকসানের মুখোমুখি হচ্ছেন। বিদেশি ক্রেতারাও তাদের অর্ডার বাতিল করতে শুরু করেছেন। এলাকার দোকানপাট, ব্যবসা-বাণিজ্যেও অচলাবস্থা সৃষ্টি হচ্ছে।<

আশুলিয়ার এই ঘটনার ধাক্কা অন্যান্য শিল্প এলাকায় এসে লাগছে এমন লক্ষণও দেখা যাচ্ছে।

গার্মেন্ট সেক্টরে বর্তমান সঙ্কটের পেছনে শুধু একটি নয়, বেশ কিছু কারণ আছে। সেই কারণগুলো বোঝা দরকার। কারণগুলো দূর করার জন্য বাস্তব পদক্ষেপ নিতে না পারলে ঘুরে-ফিরে সঙ্কটের আবর্তেই ঘুরতে থাকবে দেশের গুরুত্বপূর্ণ শিল্প সেক্টর। শিল্পখাতে এককভাবে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই শিল্পে চল্লিশ লাখেরও বেশি শ্রমিক কাজ করেন।