কমিউনিস্ট ও বামপন্থীদের কাছে ইতিহাসের দাবি
মনজুরুল আহসান খান
বাংলাদেশের পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে। স্বাধীনতার চলি-শ বছরের মাথায় আওয়ামী মহাজোট মুক্তিযুদ্ধের মূল চেতনার প্রশ্নে বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের শত বছরের সংগ্রামের ধারায় মুক্তিযুদ্ধের চেতনা, যা বিধৃত হয়েছিল ‘৭২-এর সংবিধানের ঘোষিত মূলনীতিতে, তাকে আজ বিকৃত করে স্থায়ী করা হয়েছে। দ্বিজাতিতত্ত্ব, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদী ও পুঁজিবাদী লুণ্ঠন ও আধিপত্যের বিরুদ্ধে রক্তক্ষয়ী গণ-সংগ্রামের মধ্য দিয়ে যে সব মহান আদর্শ ও স্বপ্ন নিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছিলাম তা আজ ভূলুণ্ঠিত। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের মহান আদর্শের প্রশ্নে শুধু পশ্চাদপসরণ করেন নাই, তিনি মুক্তিযুদ্ধের পতাকা গুটিয়ে নিয়ে জিয়ার রহমান ও এরশাদের পতাকা ঊর্ধ্বে তুলে ধরেছেন। তিনি সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলের উপরও নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন।
অপরদিকে জনজীবনে আজ নাভিশ্বাস। বেকারত্ব, দারিদ্র ধন-বৈষম্য ও দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া সাধারণ মানুষের জীবন এলোমেলো করে দিচ্ছে। বিদ্যুৎ, পানি, গ্যাসের সঙ্কট বেড়ে চলেছে। ঘুষ, দুর্নীতি, লুটপাট, টেন্ডার-বাজী, চাঁদাবাজি, দলবাজি চরমে। চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাস, যৌন নির্যাতন, দমন-পীড়ন, ক্রসফায়ার, নিষ্ঠুরতা, বর্বরতা জননিরাপত্তা ও শান্তি মারাত্মকভাবে ব্যাহত। অন্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, পরিবহন সর্বক্ষেত্রে নীতি পদক্ষেপগুলি করছে মুষ্টিমেয় ধনিকদের স্বার্থে। ভিআইপি ও প্রাইভেট কারওয়ালাদের জন্য রাজধানী ঢাকাÑ এই চিন্তা থেকে এবং সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী, একের পর এক রাস্তায় রিক্সা