Pages

Wednesday, 27 July 2011

কমিউনিস্ট ও বামপন্থীদের কাছে ইতিহাসের দাবি

কমিউনিস্ট ও বামপন্থীদের কাছে ইতিহাসের দাবি
মনজুরুল আহসান খান

বাংলাদেশের পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে। স্বাধীনতার চলি-শ বছরের মাথায় আওয়ামী মহাজোট মুক্তিযুদ্ধের মূল চেতনার প্রশ্নে বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের শত বছরের সংগ্রামের ধারায় মুক্তিযুদ্ধের চেতনা, যা বিধৃত হয়েছিল ‘৭২-এর সংবিধানের ঘোষিত মূলনীতিতে, তাকে আজ বিকৃত করে স্থায়ী করা হয়েছে। দ্বিজাতিতত্ত্ব, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদী ও পুঁজিবাদী লুণ্ঠন ও আধিপত্যের বিরুদ্ধে রক্তক্ষয়ী গণ-সংগ্রামের মধ্য দিয়ে যে সব মহান আদর্শ ও স্বপ্ন নিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছিলাম তা আজ ভূলুণ্ঠিত। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের মহান আদর্শের প্রশ্নে শুধু পশ্চাদপসরণ করেন নাই, তিনি মুক্তিযুদ্ধের পতাকা গুটিয়ে নিয়ে জিয়ার রহমান ও এরশাদের পতাকা ঊর্ধ্বে তুলে ধরেছেন। তিনি সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলের উপরও নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন।

অপরদিকে জনজীবনে আজ নাভিশ্বাস। বেকারত্ব, দারিদ্র ধন-বৈষম্য ও দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া সাধারণ মানুষের জীবন এলোমেলো করে দিচ্ছে। বিদ্যুৎ, পানি, গ্যাসের সঙ্কট বেড়ে চলেছে। ঘুষ, দুর্নীতি, লুটপাট, টেন্ডার-বাজী, চাঁদাবাজি, দলবাজি চরমে। চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাস, যৌন নির্যাতন, দমন-পীড়ন, ক্রসফায়ার, নিষ্ঠুরতা, বর্বরতা জননিরাপত্তা ও শান্তি মারাত্মকভাবে ব্যাহত। অন্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, পরিবহন সর্বক্ষেত্রে নীতি পদক্ষেপগুলি করছে মুষ্টিমেয় ধনিকদের স্বার্থে। ভিআইপি ও প্রাইভেট কারওয়ালাদের জন্য রাজধানী ঢাকাÑ এই চিন্তা থেকে এবং সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী, একের পর এক রাস্তায় রিক্সা

Gonotontro Ki Abaro Thomke Jabe

MYZš¿ wK Avev‡iv _g‡K hv‡e!
gbRyiæj Avnmvb Lvb
evsjv‡`‡ki RbMY `xN©w`b a‡i †h Av‡›`vjb msMÖvg K‡i G‡m‡Q Zv g~jZt MYZ‡š¿i msMÖvg| cvwK¯Ív‡bi Rb¥jMœ †_‡K gyw³hz× ch©šÍ cÖwZwU msMÖvgB wQj mvaviYfv‡e MYZvwš¿K| MYZš¿ ej‡Z ïay †fvUvwaKvi ev wbe©vPb bq; ivRbxwZ-ivóª I miKvi cwiPvjbv-A_©bxwZ-mgvRbxwZ-gZv`k© me©‡ÿ‡ÎB MYZ‡š¿i msMÖvg wQj we¯Í…Z| RbM‡Yi MYZvwš¿K ivq ev¯Íevqb I wbe©vwPZ miKvi‡K ÿgZvq †h‡Z †`qv nqwb e‡jB †kl ch©šÍ Avgv‡`i‡K mk¯¿ gyw³hy× Ki‡Z n‡q‡Q|
¯^vaxb evsjv‡`‡k GKwU MYZvwš¿K msweavb iwPZ n‡jI †kl ch©šÍ MYZvwš¿K cÖwµqv Ae¨vnZ _v‡Kwb| ¯^vaxb evsjv‡`‡kI MYZ‡š¿ii Rb¨ G‡`‡ki gvbyl‡K myKwVb msMÖvg Ki‡Z n‡q‡Q Ges GLbI Ki‡Z n‡”Q|
cvwK¯Ívwb Avg‡j MYZvwš¿K cÖwµqv evi evi ¯Íä K‡i †`qv n‡q‡Q| evi evi mvgwiK kvmb Rvwi Kiv n‡q‡Q| evsjv‡`‡ki Rb¥ MYZvwš¿K Av`k© wb‡q| evsjv‡`‡ki mvgwiK evwnbx I gyw³hy‡×i ga¨w`‡q M‡o D‡V‡Q| GiciI evsjv‡`‡ki ivRbxwZi eo Uª¨v‡RwW n‡”Q Avgiv GL‡bv cvwK¯Ívb Avg‡ji mvgwiK n¯Í‡ÿ‡ci ms¯‹…wZ †_‡K †ewo‡q Avm‡Z cvwiwb| G †`‡k G‡Ki ci GK mdj I wedj mvgwiK Afz¨Ìvb msMwVZ n‡q‡Q| `yÕRb ivóªcwZ I ivR‰bwZK †bZ…e„›` wbôzi nZ¨vKv‡Ði wkKvi n‡q‡Qb Ges kZ kZ †mbv m`m¨ I Kg©KZ©v wbnZ n‡q‡Qb ev duvwmKv‡ó Rxeb w`‡q‡Qb|