শেষ পর্যন্ত যুদ্ধাপরাধীদের নাটের গুরু জামায়াত নেতা গোলাম আযমকে গ্রেপ্তার করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় জামায়াতের সহযোগী সংগঠন রাজাকার, আলবদর ও আল সামস্ বাহিনী ন্যূনতম মানবিকতাও দেখায় নি। গোলাম আযম বাহিনী নারী শিশু বৃদ্ধ নির্বিশেষে লক্ষ মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। নৃশংস দৈহিক নির্যাতন ও বর্বরতা চালিয়েছে। গোলাম আযম বাহিনী যখন বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যায় তখন তাদের স্ত্রী সন্তানদের সঙ্গেও কথা বলতে দেয় নি, কাপড় চোপড়ও সঙ্গে নিতে দেয় নি, বয়স ও অসুস্থতা বিবেচনা করে নি; চোখ, হাত পা বেঁধে অস্ত্র ঠেকিযে ধরে নিয়ে গেছে। বুদ্ধিজীবিদের উপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে এবং তাদের হাত পা, চোখ বেঁধে অসহায় নিষ্ঠুরভাবে হত্যা করেছে। লাশ কুকুর বিড়ালকে খাওয়াবার জন্য বধ্য ভূমিতে ফেলে দেয়া হয়েছে। ঐ সব নিষ্ঠুর হত্যাকাণ্ডের নায়ক গোলাম আযমকে মানবিকতার পরাকাষ্ঠা দেখান হয়েছে।
শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল গাড়ীতে নিয়ে তাকে আদালতে হাজির করা হয়েছে। তার যাতে কষ্ট না হয় সেজন্য হুইল চেয়ারে