গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহতের বিরুদ্ধে দরকার, জাতীয় ঐকমত্য ও গণপ্রতিরোধ
একতা সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মনজুর
একতা প্রতিবেদক : সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাপ্তাহিক একতার সঙ্গে মতামত ব্যক্ত করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান। আলোচনায় মনজুর দেশের বর্তমান রাজনীতি কী সংঘাতের দিকে যাচ্ছে-এমন এক প্রশ্নের জবাবে বলেন, এখন তো নানাদিক থেকেই একটা সংঘাতময় অবস্থা তৈরির চেষ্টা চলছে বলে মনে হয়। জামায়াত ইসলামী তো অন্যান্য মৌলবাদী গোপন ও সশস্ত্র দল ও গ্রুপের সাথে একজোট হয়ে তাদের অপতৎপরতা চালাচ্ছে। সাম্প্রতিককালে বোমাবাজি এবং কমান্ডো ধরনের হামলার মূল হোতাও জামায়াত। তারা বিএনপি’র ঘাড়ে সাওয়ার হয়েছে। পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দেওয়ার জন্য আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে শক্তিশালী মহল নানা অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন মনজুর।
এই সংঘাত এড়াবার কী কোনো সম্ভাবনা দেখেন কীনা জানতে চাইলে মনজুর বলেন, বিএনপি’র ঢাকা-চট্টগ্রাম লং মার্চের সময় দেখেছি অনেক বাকযুদ্ধ এবং হুমকি-ধামকি সত্ত্বেও শেষ পর্যন্ত তা মোটামুটি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। আগামী ১২ মার্চ ঢাকায় বিএনপি মহাসমাবেশ ডেকেছে। একই দিন সরকারি দল আওয়ামী লীগও কর্মসূচি দিয়েছে। এ নিয়ে অনেক উত্তেজনাকর এবং উস্কানিমূলক বক্তব্য উভয়পক্ষ থেকে দেওয়া হচ্ছে। প্রশ্ন আসাটাই স্বাভাবিক, আওয়ামী লীগ কি কর্মসূচি দেওয়ার আর কোনো তারিখ পায় নাই? কর্মসূচি ঘোষণার পর আওয়ামী লীগের নেতারা বলে আসছিলেন, বিএনপিকে ঢাকা শহরের প্রবেশ মুখেই আটকে দেওয়া হবে। এটা কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। তবে কয়েকদিন বাকযুদ্ধের পর এখন সরকারি দলের