রাখালের কলাম----
যুদ্ধাপরাধীর বিচার, ক্ষিপ্ত জামাত, বেজার কিছু বামপন্থী
গত ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকা শহর ছিল মিছিলের শহর। দুপুর গড়াইবার পর লাখো মানুষ শহরের বিভিন্ন ওয়ার্ড হইতে মিছিল সহকারে বাহির হইয়া আসে। মিছিলের দাবি ছিল ‘যুদ্ধাপরাধীদের বিচার কর, ফাঁসি দাও’, ‘জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’ ‘রাজাকারদের পক্ষে মার্কিন চক্রান্ত রুখো’, ‘সৌদি আরবের চাপ প্রতিহত কর’ ‘মার্কিন দালালরা হুশিয়ার’ ইত্যাদি। মুক্তিযুদ্ধের স্লোগানগুলি পুনরায় উচ্চারিত হইয়াছে। আগামী ৭ জানুয়ারি জেলা সদর এবং ১১ জানুয়ারি উপজেলা পর্যায়ে অনুরূপ মিছিল সমাবেশ করিবার কর্মসূচি ঘোষণা করা হইয়াছে।
সিপিবি, ১৪ দল সহ বিভিন্ন দল, গণসংগঠন ও সামাজিক সংগঠন এই কর্মসূচিতে শরীক হইয়াছিল। জামাত শিবির যুদ্ধাপরাধীর বিরুদ্ধে জনতার ক্ষোভ এবং মুক্তিযুদ্ধের তীব্র আবেগের বহিঃপ্রকাশ জামাতীদের সেদিন ঘরে ঢুকিতে বাধ্য করিয়াছিল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ধরিয়া যুদ্ধাপরাধীদের বিচারের জন্য চাপ দিতেছিল। গত এপ্রিল হইতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যুগপৎভাবে সভা সমাবেশ মিছিল করার প্রস্তাব দিয়া আসিতেছিল। গতবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করে নাই। বরং তাহাদের কিছু নেতা, উপদেষ্টা, মন্ত্রী এতদিন পরে যুদ্ধাপরাধী বিচার করার বাস্তবতা নাই বলিয়া বক্তব্য দিয়াছিলেন। সিপিবি এবং অন্যান্য কিছু সংগঠন তখনও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার ছিল। এইবার ক্ষমতায় আসিয়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিচার শুরু করিলেও সরকারের মধ্যে নানা দ্বিধা দ্বন্দ্ব লক্ষ্য করা যাইতেছে।
আওয়ামী লীগ প্রতিকী বিচার করিবে বলিয়া বলিয়াছে। জাহানারা ইমামের নেতৃত্বে আন্দোলনের সময় শেখ হাসিনা জামাতের সহিত কৌশলগত ঐক্য করিয়াছিলেন। এখনও প্রতিকী বিচারের কথা বলিয়া বা গোলাম আজম কার্ড খেলিয়া সাময়িক কিছু সুবিধা লইবার চেষ্টা করিতেছে বলিয়া মনে করার যথেষ্ট কারণ আছে। এই সব কারণে সিপিবির আহ্বানে আওয়ামী লীগ এতদিন সাড়া দেয় নাই। এতদিনে যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি, জামাত ও তাহার অসংখ্য প্রকাশ্য ও গোপন সশস্ত্র দলের নাশকতামূলক কর্মকান্ড বৃদ্ধি এবং বিএনপিকে তাহাদের সহিত যুক্ত করা ও অপরদিকে সরকারের ভেতরে ‘সরকারের’ নানা ষড়যন্ত্রের বিপদের সম্মুখীন হইয়া অবশেষে শেখ হাসিনা সিপিবির প্রস্তাবে রাজী হইয়াছেন।
আওয়ামী লীগ প্রতিকী বিচার করিবে বলিয়া বলিয়াছে। জাহানারা ইমামের নেতৃত্বে আন্দোলনের সময় শেখ হাসিনা জামাতের সহিত কৌশলগত ঐক্য করিয়াছিলেন। এখনও প্রতিকী বিচারের কথা বলিয়া বা গোলাম আজম কার্ড খেলিয়া সাময়িক কিছু সুবিধা লইবার চেষ্টা করিতেছে বলিয়া মনে করার যথেষ্ট কারণ আছে। এই সব কারণে সিপিবির আহ্বানে আওয়ামী লীগ এতদিন সাড়া দেয় নাই। এতদিনে যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি, জামাত ও তাহার অসংখ্য প্রকাশ্য ও গোপন সশস্ত্র দলের নাশকতামূলক কর্মকান্ড বৃদ্ধি এবং বিএনপিকে তাহাদের সহিত যুক্ত করা ও অপরদিকে সরকারের ভেতরে ‘সরকারের’ নানা ষড়যন্ত্রের বিপদের সম্মুখীন হইয়া অবশেষে শেখ হাসিনা সিপিবির প্রস্তাবে রাজী হইয়াছেন।
জামাত যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গণসংগ্রামের এইরূপ অগ্রগতিতে আতঙ্কিত ও ক্ষিপ্ত। তাহারা সিপিবি, ওয়ার্কার্স পার্টি, ন্যাপ প্রভৃতি বাম দলগুলির বিরুদ্ধে ক্ষিপ্ত হইয়াছে। আওয়ামী লীগের মধ্যে চরম দক্ষিনপন্থী শক্তি অসন্তুষ্ট এবং বিক্ষুব্ধ। জামাত বলিতেছে আওয়ামী লীগকে কমিউনিস্ট ও বামপন্থীরাই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মাঠে নামাইয়াছে। জামাতের কাজ জামাত করিয়াছে। আওয়ামী লীগের মধ্যে মোস্তাকপন্থীদের প্রতিক্রিয়া কোনো বিস্ময়ের সৃষ্টি করে না। কিন্তু যখন দেখি কিছু বামপন্থী বন্ধুরা সিপিবি’র উপর মহাবেজার তখন অবাক হইতে হয়। তাহারা এমনই বেজার ও ক্ষুব্ধ যে সিপিবি’র সহিত গণতান্ত্রিক বাম মোর্চার ঐক্যবদ্ধ ঘোষিত কর্মসূচি একতরফাভাবে বাতিল করিয়াছে। বাতিল করিবার আগে তাহারা সিপিবি’র সহিত আলোচনা করিবারও প্রয়োজন মনে করে নাই। সিদ্ধান্ত লইবার পরও তাহারা সিপিবিকে জানাইবার প্রয়োজন মনে করেন নাই। গণতান্ত্রিক বাম মোর্চার ইহাই হইতেছে ‘গণতন্ত্র’।
সিপিবি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আওয়ামী লীগসহ যুগপৎ মিছিলের কর্মসূচি গ্রহণ করায় মোর্চার বেশ কয়েকটি দল দারুণ গোস্সা করিয়াছে। তাহাদের প্রশ্ন বুর্জোয়া দল আওয়ামী লীগের সহিত সিপিবি কেন দেখা করিবে। সিপিবি বাম ঐক্য গড়িয়া তুলিবার জন্য সব সময় উদ্যোগ লইয়াছে। কিছু বাম দল আগ্রহ দেখায় নাই। নানা তত্ত্ব কথা বলিয়াছে। ঐক্যের বিরুদ্ধে নানা যুক্তি দেখাইয়াছে। তাহারা বলিয়াছে মতাদর্শ, রণনীতি, রণকৌশল ও কর্মসূচি, লক্ষ্য প্রভৃতি লইয়া একমত হইতে হইবে। এই সকল প্রশ্নে একমত তো হইলে এক পার্টিই করিয়া ফেলা যায়। ফ্রন্ট, কর্মসূচি বা ইস্যুভিত্তিক ঐক্যের প্রয়োজন কি? এক দলেরই বা ভিত্তি কি, দলের মধ্যে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম বা গণতান্ত্রিক কেন্দ্রীকতা কি, তাহা বুঝিতে না পারার জন্যই বামপন্থীদের মধ্যে ‘ভাঙ্গন রোগ’। কতবার যে কমিউনিস্ট ও বাম দলগুলি ভাঙ্গিয়াছে তাহার ইয়ত্তা নেই। ক্যান্সার রোগের মত এই ভাঙ্গনের শেষ নাই। ক্যান্সার রোগ হইলে সেলগুলি অনিয়ন্ত্রিত ও উদ্দেশ্যহীনভাবে ভাঙ্গিতে থাকে, বাড়িতে থাকে। বাম দলের সংখ্যা বাড়িয়া চলিতেছে। আমেরিকার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক গাস হ’ল বলিয়াছেন, শক্তির দিক দিয়া বিবেচনা করিলে কমিউনিস্ট পার্টির সংখ্যায় এক হইলে দুইটি পার্টির চাইতে বড়। মোর্চার অন্তর্ভূক্ত কয়েকটি দলের মধ্যে ইতোমধ্যে ভাঙ্গন হইয়াছে। দুই একটি দল মোর্চা পরিত্যাগ করিয়াছে। বাসদের বিরুদ্ধে মোর্চার অন্য কয়েকটি দলের বিক্ষোভ প্রবল।
সিপিবির সহিত মোর্চার কয়েকবার ঐক্য হইয়াছে। রহস্যজনক কারণে ঐক্য ভাঙ্গিয়া গিয়াছে। সিপিবি বলিয়া ছিল ঠিক আছে এক পার্টিও করিবার দরকার নাই। ফ্রন্টও করার দরকার নাই। আসুন, যে সকল সাধারণ দাবি লইয়া বাম দলগুলি আন্দোলন করিতেছে সেগুলি লইয়াই একযোগে লড়াই করি। একবার ১২ দফার ভিত্তিতে কিছু কর্মসূচি পালিত হইল। মোর্চা আবারও পিছাইয়া গেল। শেষ পর্যন্ত বিভিন্ন জরুরি ইস্যু লইয়া মোর্চা সিপিবির সহিত এক সাথে সমাবেশ মিছিল করিতে রাজী হইল। গত ১১ ডিসেম্বর দ্রব্যমূল্য লইয়া সমাবেশ মিছিল হইল। সমাবেশ হইতেই ঘোষণা করা হইয়া ছিল যে ২৬ ডিসেম্বর টিপাইমুখ লইয়া এবং ১ জানুয়ারি সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবসের দিন মোর্চা এবং সিপিবি একসাথে সমাবেশ ও মিছিল করিবে। জনসমক্ষে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করিল বাম মোর্চা।
সিপিবি কি ঐক্যবদ্ধ আন্দোলনের সময় মোর্চাকে এই রূপ প্রতিশ্রুতি দিয়াছিল যে তাহারা আওয়ামী লীগ বা অন্য কাহারও সহিত কোনো ইস্যুতে যুগপৎভাবে আন্দোলন করিবে না। সিপিবি এমনও প্রতিশ্রুতি দেয় নাই যে তাহারা আওয়ামী লীগ বা অন্য কোনো দলের সহিত আলোচনা বা দেখা সাক্ষাৎ করিবে না। লুটেরা বুর্জোয়া শ্রেণী আমাদের দেশে যে রাজনৈতিক সংস্কৃতি চালু করিয়াছে তাহাতে পরস্পরবিরোধী মহলের মধ্যে মুখ দেখাদেখি প্রায় বন্ধ। আওয়ামী লীগ সিপিবির সহিত অনুষ্ঠানিক বৈঠকের উদ্যোগ নিয়াছে। সিপিবি আলোচনায় গিয়াছে। নানা বিষয়ে তাহাদের নিজস্ব মতামত, বিপরীত চিন্তা সবই সোজাসাপ্টা ব্যক্ত করিয়াছে। তেল-গ্যাস কমিটির নেতারাও তো সরকারের সহিত আলাপ করিয়াছেন। শেখ হাসিনার প্রতিনিধির সহিতও কথা বলিয়াছেন। তাহা হইলে তাহারাও কি আওয়ামী লীগের পক্ষে হইয়া গেলেন! সিপিবি আওয়ামী লীগ কেন প্রয়োজনে বিভিন্ন দলের সহিত আলাপ করিবে। আলোচনা বিএনপির সহিতও হইতে পারে। তাহার মানে কি কমিউনিস্ট পার্টি তাহার স্বাধীন অবস্থান ছাড়িয়া দিবে! বিলোপবাদীরা পার্টি ছাড়িয়া দিবার পর প্রায় দুই যুগ হইতে চলিল সিপিবি তাহার স্বাধীন অবস্থান হইতে বিচ্যুত হয় নাই। তবে স্বাধীন অবস্থান মানে কি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার চাওয়া যাইবে না? যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া যাইবে না। সিপিবি একাই তো এই সংগ্রাম করিতে পারিত। অনেকদিন ধরিয়া করিতেছে। কিন্তু আন্দোলন সফল পরিণতিতে লইবার জন্য সিপিবি’র একক শক্তি যথেষ্ট নহে। সেই কারণে সিপিবি এই দাবির পক্ষে যত বেশি সম্ভব শক্তির সমাবেশ করিয়াছে। পারিলে বিএনপিকেও নামাইত। কিন্তু বিএনপি’র ওপর এখন জামাত সওয়ার হইয়াছে। ইরাক, আফগানিস্তানে মার্কিন হামলার সময়ও সিপিবি সবাইকে নামাইয়াছে।
কমিউনিস্ট পার্টির নবম কংগ্রেসের রণনীতি দলিল রাজনৈতিক প্রস্তাবে বলা হইয়াছে ‘বুর্জোয়া রাজনীতির বেড়াজাল ভাঙ্গিয়া বামপন্থীদের নেতৃত্বে বিকল্প রাজনৈতিক ও গণশক্তির উত্থান ছাড়া বর্তমান দুঃসহ অবস্থার মৌলিক ও স্থায়ী কোনো পরিবর্তন সম্ভব নহে। বলা হইয়াছে ‘রাষ্ট্রক্ষমতায় নিয়ন্ত্রণ গ্রহণের মতো সামর্থ্য, প্রয়োজন যোগ্যতা ও জনগণের আস্থাভাজন বিকল্প বাম-প্রগতিশীল-গণতান্ত্রিক শক্তি সমাবেশ গড়িয়া তোলা।’ আরও বলা হইয়াছে ‘বাম বিকল্প গড়ার মূল কর্তব্যের সাথে সাথে ফ্যাসিস্ট সশস্ত্র সাম্প্রদায়িক শক্তির বিপদ মোকাবেলা, সাম্প্রদায়িক শক্তিকে পরাভূত করা, ফ্যাসিস্ট প্রবণতাকে রুখিয়া দাঁড়ানো, গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার রক্ষা ও প্রসারিত করা ইত্যাদি কাজগুলিও খুবই গুরুত্বপূর্ণ। এই সব ইস্যুতে কমিউনিস্ট পার্টিকে স্বাধীনভাবে এবং বাম-গণতান্ত্রিক শক্তি সমাবেশকে সাথে লইয়া সংগ্রামের অগ্রভাগে থাকিয়া লড়াই করতে হইবে। তাহাছাড়াও এই সব ইস্যুতে সম্ভাব্য ব্যাপকতম আন্দোলন গড়িয়া তোলার চেষ্টা করিতে হইবে এবং সেজন্য প্রয়োজনে অপরাপর গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক শক্তি বা শক্তি সমাবেশের সাথে নির্দিষ্ট ইস্যুতে পরস্পরের স্বাধীন অবস্থান অক্ষুন্ন রাখিয়া সমান্তরাল, সম-অভিমুখী, যুগপৎ পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হইতে হইবে।’
সিপিবি কোনো ব্যক্তি ও নেতার পার্টি নয়। অন্য অনেক বাম দল নেতার পার্টি। অনেকের কোনো লিখিত রণনীতিও নাই। কখনও খালেদার সহিত কখনও কামাল হোসেনের সহিত ঐক্য করিতে অসুবিধা নাই। তাহাদের এক ও অদ্বিতীয় নেতা যখন যাহা বলিবেন লিখিবেন সেই মতে চলিতে হইবে। না চলিলে, দে ভাঁঙ্গা। সিপিবি পার্টির সর্বপর্যায়ে এবং জাতীয় কংগ্রেসে আলোচনার মাধ্যমে গৃহীত ও লিপিবদ্ধ রণনীতি, কর্মসূচি ও সিদ্ধান্ত অনুসারে চলে। মোর্চার নেতারা কি সিপিবির দলিল দেখেন নাই, কংগ্রেসের আগে তাহাদের মতামতের জন্য দলিলের খসড়া তাহাদের দেওয়া হইয়া ছিল। চূড়ান্ত হইবার পরও দেখিয়াছেন। তাহার পরও বাম মোর্চা কেন ঐক্যে আসিল? একতায় উঠিয়াছে অন্য পত্র-পত্রিকায় উঠিয়াছে সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান ও অন্যান্য নেতৃবৃন্দ যুদ্ধাপরাধীদের পক্ষের রাজনৈতিক শক্তি বিশেষত নিজামী-আমিনীদের বেপরোয়া তৎপরতা বৃদ্ধি পাওয়ার পর, সমাজে মার্কিন দালাল সাম্প্রদায়িক ও পাকিস্তানি দ্বিজাতিতত্ত্বের প্রভাব মোকাবেলায় আওয়ামী লীগসহ সবাইকে রাস্তায় নামিবার আহ্বান জানাইয়াছিলেন। আওয়ামী লীগ রাজী হয় নাই। তাহারা আমেরিকা সৌদিকে তোষামোদ করিয়াছে : হুজুর, প্রতীকী বিচার না করিলে আমাদের মান থাকে না। প্রশাসনের পাকিস্তান পন্থী অংশও নানা তৎপরতা ও অপঘাত চালাইয়াছে। জামাতকে পক্ষে লইয়া বিএনপিকে একঘরে করার গোপন তৎপরতাও হয়তো খুব বেশি আগাইতে পারে নাই। এই সকল বা যেই কারনেই হোক আওয়ামী লীগ শেষ পর্যন্ত রাস্তায় নামিয়াছে। আক্রমণ হইল জামাত ও পাকিস্তানপন্থীদের উপর। বেজার হইলেন আমাদের কিছু বামপন্থী কমরেড ইহাই বিস্ময়ের ব্যাপার। হ্যাঁ, বামপন্থীদের মধ্যে কয়েকটি গ্রুপ ছিল, যাহারা মুক্তিযুদ্ধকে ইয়াহিয়া ও মুজিব এই দুই বুর্জোয়া কুকুরের লড়াই আখ্যা দিয়াছিলেন। তাহা বেজার হইবার কারণ হইতে পারে। মোর্চার দুই একজন এখনও স্বাধীনতায় বিশ্বাস করেন না। মোর্চার ভিতরের দলগুলোর মধ্যে অনেক বিরোধ আছে। সিপিবি’র সাথে যুদ্ধাপরাধী বিচারের আন্দোলনের কৌশল লইয়া তাহাদের ভিন্নতা থাকিলে তাহারা সিপিবি’র সহিত আলাপ করিতে পারিতেন। তাহারা এককভাবে জনসমক্ষে ঘোষিত কর্মসূচি ও প্রতিশ্রুতি ভঙ্গ করিলেন।
আমাদের আন্দোলন সংগ্রামের দুইটি দিক আছে। একটি হইতেছে জাতীয় দিক। আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করা। আমরা তাহা নীতিনিষ্ঠভাবে করিয়া যাইতেছি। ’৭২-এর সংবিধানের মূল নীতি বিকৃতির বিরুদ্ধে সিপিবি, ওয়ার্কার্স পার্টি, ন্যাপ, গণতন্ত্রী পার্টি ইত্যাদি লইয়া এক যোগে সংগ্রাম করিয়াছে। বাসদও একই দিনে একই দাবিতে সমাবেশ ও মিছিল করিয়াছে।
সংগ্রামের আর এক দিক হইতেছে আর্থ-সামাজিক দিক। সেই জন্য একটি সমাজতন্ত্রমুখি বিপ্লব গড়িয়া তুলিতে হইবে। আমরা সেই বিপ্লবের কর্মসূচি লইয়া বাম গণতান্ত্রিক ‘ঐক্য বলয়’ ‘ফ্রন্ট’ গড়িয়া তুলিতে আপ্রাণ চেষ্টা করিতেছি। এই দুই সংগ্রাম একটি আর একটির সহিত ওতোপ্রোতভাবে জড়িত। কেহ যদি বলেন সংগ্রামের জাতীয় কর্তব্য সমাপ্ত করিয়া তার আর্থ-সামাজিক বিপ্লবের প্রশ্নে যাইতে হইবে তাহা হইলে আমরা তাহার বিরুদ্ধে। কেহ যদি বলেন জাতীয় দিকটি বাদ দিয়া শুধু মৌলিক পরিবর্তনের সংগ্রাম করিতে হইবে আমরা তাহারও বিরোধিতা করিব। সিপিবি উভয় সংগ্রামকেই আগাইয়া লইবে। ৯ ডিসেম্বর সকালে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ঘেরাও আন্দোলনে সিপিবি সম্মুখ সারিতে ছিল। মরেড খান আসাদুজ্জামান মাসুম, জিলানী শুভ, ইব্রাহিম, মইন, হযরত আলী, মৈত্রী ঘোষসহ অনেকেই আহত হইয়াছে। আবার বিকালে লক্ষ মানুষের মিছিলে সিপিবি যুগপৎভাবে সামিল হইয়াছে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মার্কিন সৌদি চাপ মোকাবেলায় তাহার নিজস্ব পৃথক দৃষ্টিভঙ্গি তুলিয়া ধরিয়াছে।
ইতিহাসের ট্র্যাজেডি হইতেছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট দীর্ঘদিন কাজের পর ভাঙ্গিয়া গেল। কয়েকটি দল ১৪ দলীয় জোটে যুক্ত হইল। প্রবীন কমরেড বদরুদ্দীন উমর সহ বাম পন্থীদের মধ্যে ঐক্য বেশিদিন আগাইতে পারিল না। ইহার পরও বামরা একত্রিত হইয়া কিছুদিন একযোগে সমাবেশ মিছিল করিয়াছে। ভাঙ্গিয়া গিয়াছে। একদিকে আওয়ামী আপদ আর একদিকে বিএনপি জামাতের বিপদ। নেপথ্যে দাঁড়াইয়া আছে এক এগারো গোত্রের মহা বিপদ। ক্ষেদির মা বলিতেছিল, বাপের তিন পোলা, একটা লুলা একটা কালা, যাও একটা ভালা বাপেরে কয় হালা।
তাহার পরও ইতিহাসের দাবি বামপন্থীদের ঐক্য করিতেই হইবে। সিপিবির রাজনৈতিক প্রস্তাবে বলা হইয়াছে ‘বাম-গণতান্ত্রিক শক্তির ঐক্যের প্রক্রিয়া সহজ-সরল নয়। নানা ভাঙ্গা-গড়ার মধ্যদিয়েই তাকে সৃজনশীলতা ও ধৈর্যের সাথে আগাইয়া লইতে হইব। বামপন্থী অপরাপর জোট, মোর্চা দল ও শক্তির সাথে যুগপৎ ও সমন্বিত ধারায় কাজ করার প্রক্রিয়া আগাইয়া লইতে হবে। নানা পদ্ধতি ও ফর্মে বৃহত্তর শক্তির মধ্যে সমঝোতা, সমন্বয় ও ঐক্য গড়িয়া তুলিবার কাজকে ধৈর্যের সহিত আগাইয়া লইতে হইবে। সহযোগী বামপন্থী, প্রগতিশীল দল ও শক্তির দোদুল্যমানতা, সুবিধাবাদ, বাক্যবাগিশতা, প্রদর্শনবাদ, হঠকারিতা, সংকীর্ণতা প্রভৃতি বিচ্যুতির বিরুদ্ধে ধৈর্র্যের সাথে সংগ্রাম করার পাশাপাশি তৃণমূলে প্রকৃত শ্রেণী সংগ্রাম ও গণসংগ্রামের কাজে উদ্বুদ্ধ ও উৎসাহিত করার চেষ্টা করিতে হইবে।
No comments:
Post a Comment