Pages

Monday 25 January 2010

রাখালের কলাম : প্রধানমন্ত্রীর সফর এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক

রাখালের কলাম---------
প্রধানমন্ত্রীর সফর এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ হইতে ১৩ জানুয়ারি ভারত সফর শেষে দেশে ফিরিয়াছেন। এই সফরের সময় বাংলাদেশের সহিত তিনটি বিষয়ে চুক্তি হইয়াছে এবং দুইটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হইয়াছে। ইহা ছাড়াও সফর, চুক্তি, সমঝোতা, পারস্পরিক আলোচনার বিষয়বস্তুর বৃত্তানন্ত সহকারে একটি যৌথ ইশতেহারও প্রকাশিত হইয়াছে।

মহাজোট সরকার ক্ষমতায় আসিবার পর প্রধানমন্ত্রীর ভারত সফর লইয়া অনেক কথাবার্তা হইয়াছে। ভারতের সহিত বাংলাদেশের দীর্ঘদিনের শীতল এবং কখনও কখনও বৈরী সম্পর্ক এবং নানা বিষয়ে বিরোধ উভয় দেশের দায়িত্বশীল নাগরিকদের উদ্বিগড়ব করিয়া তুলিয়াছে। আমরা বন্ধু পাল্টাইতে পারি কিন্তু প্রতিবেশী পাল্টাইবার কোন উপায় নাই। ইচ্ছায় হউক, অনিচ্ছায় হউক আমাদিগকে প্রতিবেশীদের লইয়াই চলিতে হইবে। আজিকার দিনে একা চলা সম্ভব নহে। সবাইকে লইয়াই চলিতে হইবে। প্রতিবেশীর সহিত সম্পর্ক তিক্ত হইলে তাহা কাহারও জন্য মঙ্গলজনক হইতে পারে না। তাহাতে উভয়ের জীবন অতিষ্ঠ হইয়া উঠে, অগ্রগতি নানা ভাবে বাধাগ্রস্ত হয়।

সফর শেষে সরকারী দল আওয়ামী লীগ বলিয়াছে সফর ‘শতভাগ সফল হইয়াছে, বিরোধী দল বিএনপি বলিয়াছে শতভাগ বিফল। ‘শতভাগ’ লইয়া দুই যুদ্ধরত